নগরের কোতোয়ালী থানার হাজারী গলিতে প্রান্তিকা দাশ (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।
বুধবার (১৩ এপ্রিল) বিকাল ৫টার দিকে হাজারী গলির কালীপদ বাবুর বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন।
আরও পড়ুন: নন্দনকাননে হঠাৎ রুমের দরজা বন্ধ করে সিলিংয়ে ঝুলল কলেজছাত্র, কারণ অজানা
পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত প্রান্তিকা দাশ কোতোয়ালী থানার হাজারী গলির কালীপদ বাবু বাড়ির অনিক দাসের স্ত্রী।
নিহতের স্বামী অনিক দাস জানান, হাজারী গলির কালীপদ বাবুর ছয়তলার বাড়ির চতুর্থতলায় তারা ভাড়া থাকেন। বিকালে প্রান্তিকা সবার অগোচরে রুমের দরজা আটকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
আরও পড়ুন: দরজা ভেঙে নিয়ে যাওয়া হলো মেডিকেল, ঝগড়া করে সিলিংয়ে ঝুলল যুবক
এ বিষয়ে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, হাজারী গলি এলাকায় প্রান্তিকা দাশ নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।
এএইচ/আরবি