আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরীমনি

২২ আগস্টের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে জামিনের আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমনি।

বুধবার (২৫ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে আবেদনের জন্য অনুমতি নেওয়া হয়। পরে আবেদন করেন পরীমনির আইনজীবী মুজিবুর রহমান।

এর আগে গত ২২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিনের শুনানি হয়েছিল। আদালত জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন রাখেন। এ আদেশের বৈধতা নিয়ে বুধবার আবেদনটি করা হয়।

আরও পড়ুন: পরীমনির ‘পাপ’—কেঁচো খুঁড়তে সাপ!

গত ১৯ আগস্ট পরীমনির জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এ আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছিলেন পরীমনি। ১৩ সেপ্টেম্বর এর শুনানি হওয়ার কথা ছিল।

রাষ্ট্রপক্ষে নিয়োজিত সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান একটি গণমাধ্যমকে জানান, ২২ আগস্টের আদেশকে চ্যালেঞ্জ করে আবেদন করেছেন পরীমনি। আবেদনে পরীমনি অন্তর্বর্তীকালীন জামিনও চেয়েছেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!