হাইকোর্টের রায়, প্রতিবাদে ৩ হাজার ডাক্তারের পদত্যাগ

করোনায় বিপর্যস্ত ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনি বেড়েই চলেছে।

এমন ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেই দেশটির মধ্যপ্রদেশের প্রায় তিন হাজার জুনিয়র ডাক্তার পদত্যাগ করেছেন।

এর আগে বিভিন্ন দাবিতে সোমবার ধর্মঘট শুরু করেন মধ্যপ্রদেশের চিকিৎসকরা।

ধর্মঘট শুরুর পর বৃহস্পতিবার মধ্যপ্রদেশের হাইকোর্ট বলেন, চিকিৎসকদের এই ধর্মঘট অবৈধ। ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দেয়ার নির্দেশ দেন কোর্ট।

হাইকোর্টের সিদ্ধান্তের প্রতিবাদ জানায় নবীন চিকিৎসকদের সংগঠন-মধ্যপ্রদেশ জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন। শুক্রবার সন্ধ্যায় রাজ্যের ছয় হাসপাতালের প্রায় তিন হাজার নবীন চিকিৎসক একযোগে পদত্যাগ করেন।

আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে চিকিৎসকদের সংগঠনটি।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!