মিরসরাই পা বাঁধা ও জবাই করা অবস্থায় একটি মায়া হরিণ উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার (৬ জুন) সকাল ১০টায় মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের মহামায়া বন বিট এলাকায় বিট অফিসের কর্মচারীরা হরিণটি উদ্ধার করেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বাগানের কাজে নিয়োজিত হাসান, মো. গনি ও মো. মোর্শেদকে দেখে হরিণ শিকারে জড়িতরা পালিয়ে যায়। পরে হরিণটি উদ্ধার করে উপজেলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: পাহাড়ের মায়াবী হরিণ, লোকালয়ে রক্তাক্ত—যা ঘটেছিল
এ বিষয়ে মিরসরাই উপজেলা রেঞ্জ কর্মকর্তা আবু তাহের বলেন, মায়া হরিণ জবাই করে হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, বন বিভাগকে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। মিরসরাই থানাকেও অবহিত করা হয়েছে।
যোগাযাগ করা হলে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, মায়া হরিণ জবাই করে হত্যার ঘটনায় অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজিজ/আরবি