কেমিক্যাল ব্যবহার করতে গিয়ে হঠাৎ স্পিরিটে আগুন, জ্বলল শিশুসহ দুজন

রাউজানে একটি ফার্নিচারের দোকানে আগুন লেগে শিশুসহ দুজন দগ্ধ হয়েছে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল ৫টায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গণি হাজির বাড়ি সংলগ্ন খাসখালী কুল আবুল কোম্পানির টেক এলাকার মেসার্স মা ফার্নিচার মার্ট দোকানে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শাহীন ভিলায় বসবাসরত ময়মনসিংহ জেলার বাসিন্দা কামাল হোসেনের ছেলে জিফাত (৭) এবং হাটহাহজারী উপজেলার নাঙ্গলমোড়া এলাকার মৃত আমীর হোসেনের ছেলে ফার্নিচার দোকানের রঙ মিস্ত্রি জাহাঙ্গীর (৪০)।

আরও পড়ুন: প্রতীক বরাদ্দের রাতেই বাঁশখালী পৌরসভা কার্যালয়ে ‘রহস্যের’ আগুন, এখনই জিডি নিবে না পুলিশ

জাহাঙ্গীর আলমের বাড়ি হাটহাজারী নাঙ্গলমোড়া হলেও বর্তমানে দক্ষিণ হিঙ্গলা শান্তিনগর এলাকায় বসবাস করেন ।

প্রত্যক্ষদর্শী মো. রিয়াদ বলেন, আজ (বৃহস্পতিবার) বিকেলে ফার্নিচারের দোকানে কেমিক্যাল ব্যবহার করে রঙ তৈরির সময় হঠাৎ স্পিরিটে আগুন ধরে যায়। এ সময় ৭ বছর বয়সী শিশু জিজাত ও রঙ মিস্ত্রি জাহাঙ্গীর দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রাউজান থানার উপপরিদর্শক (এস আই) নাহিদ আলোকিত চট্টগ্রামকে বলেন, দগ্ধ দুজনকে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!