রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছার ১৫ মিনিট পর মায়া বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) রাত ৮টায় এ ঘটনা ঘটে।
এদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারীর পূর্ণাঙ্গ ঠিকানা অন্তুর্ভুক্ত না করায় অজ্ঞাত হিসেবে লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন: বেপরোয়া বাসে নারী—ট্রেনে অজ্ঞাত যুবক নিহত
দেখা যায়, রেজিস্ট্রার খাতায় লিপিবদ্ধ রয়েছে- মায়া বেগম, বয়স-৩৫, স্বামী-মজলিশ মিয়া, ঠিকানা-রাণীর হাট (রাঙ্গুনিয়া উপজেলা)।
হাসপাতাল সূত্রে জানা যায়, রক্তবমি নিয়ে রোববার রাত ৮টায় হাসপাতালে আসেন ওই নারী। আসার ১৫ মিনিট পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ওই সময় চিকিৎসকের দায়িত্বে ছিলেন ডা. শান্তনু পালিত। পরে রাউজান থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: পিকআপের ধাক্কায়—মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু
রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দ্বীন বলেন, ‘মায়া বেগম নামে হাসপাতালে মারা যাওয়া কোনো নারীর তথ্য আমার জানা নেই।’ পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই নারীর মারা যাওয়ার কথা স্বীকার করেন তিনি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শফি/আরবি