হঠাৎ বিমানে তীব্র ঝাঁকুনি—মুহূৃর্তেই দুই গরু মারা গেলেও রক্ষা পেল ৯৪ যাত্রী

কক্সবাজার বিমানবন্দরে রানওয়েতে উড্ডয়নের সময় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ধাক্কায় মারা গেছে দুটি গরু। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে কক্সবাজার থেকে ঢাকার শেষ ফ্লাইট উড্ডয়নকালে এ ঘটনা ঘটে।

দায়িত্বশীলরা জানিয়েছেন, বিমানটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এতে অল্পের জন্য বেঁচে ফিরেছেন ৯৪ যাত্রী। বিকাল ৫টা ৫৭ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। সন্ধ্যা ৭টা ৫মিনিটে যাত্রীসহ বিমানটি ঢাকা বিমানবন্দরে অবতরণ করে।

জানা যায়, মঙ্গলবারের শেষ ফ্লাইট হিসেবে সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক‌টি ফ্লাইট (BG-438) ৯৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করছিল।

আরও পড়ুন: ভাড়া কমলো বিমানের—চট্টগ্রাম কক্সবাজার টু দুবাই আবুধাবি রুটে

হঠাৎ তীব্র ঝাঁকুনি হলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে জানা যায়, বিমানের পাখার সঙ্গে ধাক্কা লেগে দুটি গরু মারা গেছে।

কক্সবাজার বিমানবন্দর রানওয়েটি দীর্ঘদিন ধরে অরক্ষিত। বিমানবন্দরের পাশে নিরাপত্তা দেয়াল থাকলেও কুকুর, গরু ও মানুষের অবাধ যাতায়াত রয়েছে এখানে।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!