হঠাৎ বজ্রপাত—বাড়ির উঠোনে পড়ে ছিল কবিতার নিথর দেহ

রাঙামাটির লংগদুতে বজ্রপাতে কবিতা আকতার (১০) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২ অক্টোবর) দুপুরে ভারী বৃষ্টিপাতের সময় বজ্রপাতে মারা যায় সে।

কবিতা স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী । সে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের ৫ নম্বর ব্লক নতুনপাড়ায় নানির বাড়িতে থাকত। তার বাবা আব্দুল কাদের আনসার বাহিনীর সদস্য।

আরও পড়ুন: উপকূলে বজ্রপাত—কৃষক নিহত, স্কুলছাত্র আহত

কবিতার নানি জরিনা বেগম বলেন, আজ (শনিবার) দুপুরে আমার নাতনি মাদ্রাসা থেকে বাড়িতে আসে। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে সে গোসল করার জন্য বারান্দার উঠানে দাঁড়ায়। হঠাৎ বিকট শব্দের সঙ্গে আলোর কুণ্ডলী চোখে পড়ল। পরে বের হয়ে দেখি কবিতা মাটিতে পড়ে আছে। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়।

কর্তব্যরত চিকিৎসক ডা. অরবিন্দ চাকমা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। বৃষ্টি ও বজ্রপাতের সময় অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আরমান/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!