মিরসরাইয়ে আবারো পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার মারা গেছে তাসমিয়া আক্তার (৫) নামের এক শিশু।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়নের রোকন্দিপুর গ্রামের ছালেহ আহমদ সুপারিনটেনডেন্ট বাড়িতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন : পুকুরে ভাসছিল জুতা—উদ্ধার হলো শিশুর লাশ
নিহত তাসমিয়া ওই বাড়ির জাহিদুল ইসলামের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ।
নিহতের প্রতিবেশী তৌসিফ আহমেদ নবী বলেন, মঙ্গলবার সকালে তাসমিয়ার মা ঘরে কাজ করছিল। সবার চোখের আড়ালে নিখোঁজ হয়ে যায় সে। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের পাশে পুকুরে তাসমিয়ার দেহ ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।