‘হঠাৎ ধাক্কা’ পথচারীদের মাথায় ব্যাংকের দেয়াল, মুহূর্তেই রক্তাক্ত ৮

নগরের কোতোয়ালী থানা এলাকায় বাংলাদেশ ব্যাংকের সীমানা দেয়াল ধসে ৮ পথচারী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

রোববার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বেপরোয়া গতির একটি কাভার্ডভ্যান বাংলাদেশ ব্যংকের সীমান দেয়ালে সজোরে আঘাত হানে। এতে সীমানা দেয়াল ও লোহার গেট ভেঙে পড়ে ৮ পথচারী আহত হন।

আরও পড়ুন: বিনোদনকেন্দ্র দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় লাশ হয়ে ফিরল মাদ্রাসার ছাত্র

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক পথচারী গুরুতর আহত হন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো নেজাম উদ্দিন বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় বাংলাদেশ ব্যাংকের সীমানা দেয়াল ভেঙে পড়ে এক জন গুরুতর আহতসহ ৮ জন আহত হয়েছে।

সিএম/এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm