ফটিকছড়ি বিবিরহাট বাজারে সড়ক উন্নয়নে কাজের সময় ব্যবহৃত একটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় আগুনে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।
রোববার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হন।
আরও পড়ুন: আগুনে সব হারাল ১০ পরিবার
স্থানীয়রা জানান, বিবিরহাট বাজারের সুজুকি শো-রুমের সামনে বিটুমিন মেশানোর সময় গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করা হলে ফটিকছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে গাড়িটি পুরোপুরি পুড়ে যায়।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা আলোকিত চট্টগ্রামকে বলেন, বিবিরহাট বাজারে একটি গাড়িতে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।