চট্টগ্রামের স্বাধীন বাংলা ফুটবল একাডেমির চেয়ারম্যান মনোনীত করা হয়েছে ক্রীড়া সংগঠক, সাবেক ফুটবল খেলোয়াড় ও মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. শিবলী নোমান রিফাতকে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে নগরের চকবাজারের সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সভায় তাঁকে মনোনীত করা হয়।
আরও পড়ুন : স্বপ্নবাজ তরুণদের পথ দেখাচ্ছে নিউ এরা ডিফেন্স একাডেমি
সভায় সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী জামশেদ আহমেদ। এতে উপস্থিত সবার সম্মতিতে ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয় মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি হায়দার খান, লাকি আকতার, মো. শাহাবুদ্দিন, মো. বায়েজিদ, মেহেদী হাসান পিয়াল ও উজ্জ্বল সিয়ামকে।
এদিকে একঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে চট্টগ্রাম স্বাধীন বাংলা ফুটবল একাডেমি ইতিমধ্যে প্রশিক্ষণ শুরু করেছে।
আলোকিত চট্টগ্রাম