নগরে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম। এ উপলক্ষে রোববার (২৬ মার্চ) সকাল ১১টায় ঐতিহাসিক লালদীঘি চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এরপর সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজনীতিক নুরুল আলম মন্টুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সিভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন ফোরামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।
বক্তব্য রাখেন সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক মো. সেলিম চৌধুরী, জেলা সহসভাপতি ফোরকান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইফতেখার রাসেল, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক খান ও নারী বিষয়ক সম্পাদক অ্যাড. সাইফুন নাহার খুশী।
আরও বক্তব্য রাখেন মো. নাজিম উদ্দিন, পংকজ রায়, মঈনুল আলম খান, কামাল হোসেন রিজভী, শফিকুর রহমান, রাজীব চন্দ, মোস্তাফিজুর রহমান বিপ্লব, নবী হোসেন সালাউদ্দিন, অ্যাড. আফসারুল হক, ইঞ্জি. এসবি চক্রবর্তী, শিলা চৌধুরী, মো. সেলিম, মফিজুর রহমান বাহাদুর, আশফাক আহমেদ, আবুল কালাম, গাজী আজীজ উল্লাহ, ইয়াছিন আরাফাত ও সুমন সেন।
আলোকিত চট্টগ্রাম