স্বাধীনতা দিবসের দিনে মহসিন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পলাশসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মায়মুন মামুন আলোকিত চট্টগ্রামকে বলেন, সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে মিছিল সহকারে কলেজের বিজ্ঞান ভবনের দ্বিতীয় তলায় আলোচনা সভায় আসছিলাম। পথে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী নাঈম ও মিজানের নেতৃত্বে বহিরাগতরা আমাদের ওপর হামলা চালায়। পরে আমরা আলোচনা সভায় গেলে সেখানে গিয়েও ভাংচুর করে তারা। এতে মাথায় আঘাত পেয়ে আনোয়ারসহ তিনজন আহত হন।
আরও পড়ুন: চট্টগ্রামে স্মৃতিসৌধে ভিপি নূরের দলকে ধাওয়া দিল স্বেচ্ছাসেবক লীগ
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান আলোকিত চট্টগ্রামকে বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে মহসিন কলেজে আলোচনা সভায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে কলেজ ক্যাম্পাসে থাকা পুলিশ তৎক্ষণিক দ্বিতীয় তলায় গিয়ে দুই গ্রুপকে বিজ্ঞান ভবনের সামনে থেকে নিচে নামিয়ে দেয়। পরে উভয় গ্রুপ কলেজের শহীদ মিনারের সামনে আবারও মারামারিতে জড়িয়ে পড়লে পুলিশ উভয়পক্ষকে পুনরায় ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।