‘স্বর্ণ ব্যবসা’—ঋণের যন্ত্রণায় গলায় দড়ি, দায় সারল মৃত্যুতেই

মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে এক স্বর্ণ ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে জোরারগঞ্জের মহিউদ্দিন ম্যানসনের ২য় তলায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম প্রণব বণিক (৩৮)। তিনি জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দেওয়ানপুর এলাকার নান্টু বণিকের ছেলে।

আর পড়ুন: ‘মোবাইল প্রেম’—প্রেমিকের সঙ্গে ঝগড়া করতে করতেই ফাঁসিতে ঝুলল স্কুলছাত্রী

জানা যায়, প্রণব বণিকের বারইয়ারহাট পৌর বাজারে একটি স্বর্ণের দোকান রয়েছে। দোকানের জন্য বিভিন্ন সংস্থা থেকে টাকা ঋণ নিয়েছেন। এছাড়া বাড়ি ভাড়াসহ বিভিন্ন মানসিক সমস্যায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেন তিনি।

বিষয়টি আলোকিত চট্টগ্রামকে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার এসআই সাজ্জাদ হোসেন।

আরও পড়ুন: ‘কলহের যন্ত্রণা’ গলায় দড়ি—মৃত্যুর পথেই গেল কিশোরী

তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যায়। প্রণব বণিকের বারইয়ারহাট পৌর বাজারে একটি স্বর্ণের দোকান রয়েছে। পরিবারের দাবি ঋণগ্রস্ত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবারকে লাশ দিয়ে দেওয়া হয়েছে।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!