নগরে চিনির মূল্য বেশি রাখা, দেশি মুরগির সঙ্গে রেখে সোনালি মুরগি বিক্রি, মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি ও মূল্য তালিকা সংরক্ষণ না করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) সকালে খুলশী ও ঝাউতলা বাজারে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে এ অভিযানে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ্ ও সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।
আরও পড়ুন : হঠাৎ হানা—এবার ধরা খেল খুলশীর সুপারশপ ‘বাস্কেট’
এ বিষয়ে সহকারী পরিচালক মো. আনিছুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, অভিযানে চিনি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা এবং দেশি মুরগির সঙ্গে সোনালি মুরগি রেখে বিক্রি করায় খুলশীর স্বপ্ন সুপারশপকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, এছাড়া ঝাউতলা বাজারে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি করায় সোহাগ সওদাগরের মাংসের দোকানকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা সংরক্ষণ না করায় একই বাজারের আরেকটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
আরবি/আলোকিত চট্টগ্রাম