সীতাকুণ্ডের সলিমপুর ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ব্রিজের নিচে রেল লাইনের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নিহতের নাম মো. হুমায়ুন কবির (৩৮)। তিনি ময়মনসিংহ তারাকান্দির আব্দুল মান্নানের ছেলে।। চরকা টেক্সটাইল লিমিটেড নামের একটি কোম্পানির কর্মী।
আরও পড়ুন: মুখে স্কচটেপ—রেললাইনের ব্রিজে পড়েছিল যুবকের লাশ
স্থানীয়রা জানান, শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পকেটে থাকা আইডি কার্ড দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়। লাশের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রেল থেকে পড়ে অথবা ধাক্কা খেয়ে তার মৃত্যু হয়েছে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই মো. নুরনবী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে পুলিশকে অবহিত করলে তারা এসে লাশটি উদ্ধার করে। পরে তারা লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।