নগরের বাকলিয়ায় স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে ফাঁসিতে ঝুলে পৃথিবীকে বিদায় জানিয়েছে স্বামী।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কালামিয়া বাজারের নেজাম কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নয়ন নাথ (২১)। তিনি পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার অনিক নাথের ছেলে। নগরের লালদীঘি পাড়ের সেন্ট্রাল হোমিও ফার্মেসিতে তিনি চাকরি করতেন।
আর পড়ুন: ‘চাকরির হতাশায় মৃত্যু’—শেষমেষ আত্মহত্যার পথেই গেল যুবক
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নয়ন নামের এক যুবক আত্মহত্যারে চেষ্টা করেন। খবর পেয়ে সেখান থেকে মুমূর্ষু অবস্থায় দুপুরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এএইচ/আরবি