স্টিকার তুলে কেক বেচে মধুবন, সিজলেও নয়ছয়

নগরে বিভিন্ন অনিয়মের কারণে এবার জরিমানা গুণতে হলো মিষ্টির জগতে নামকরা প্রতিষ্ঠান মধুবন ও সিজলকে।

বুধবার (৬ নভেম্বর) সকালে নগরের বহদ্দারহাটের নতুন চান্দগাঁও থানার মোড় এলাকায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান ও রানা দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন ক্যামেরাম্যান মো. আফতাবুজ্জামান।

জানা যায়, অভিযানে মেয়াদোত্তীর্ণ কেক, মিষ্টি জাতীয় খাদ্য, অননুমোদিত পানীয় ও মেয়াদের স্টিকার উঠিয়ে কেক, মিষ্টি ও দই বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় মধুবনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন : চট্টগ্রামে ক্যাফে—বেকারি থেকে ওষুধের দোকান সবখানেই নয়ছয়

মূল্যতালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের মিষ্টি খাদ্যদ্রব্য বিক্রি ও অননুমোদিত পানীয় সংরক্ষণ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় সিজলকে।

এ বিষয়ে সহকারী পরিচালক আনিছুর রহমান রহমান বলেন, চান্দগাঁওয়ে আজকের অভিযানে মধুবন ও সিজলে বিভিন্ন অনিয়ম পাওয়ায় দুপ্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ৪ নভেম্বর নগরের মধ্যম হালিশহর এলাকায় বিভিন্ন অনিয়মের অপরাধে নিউ মডেল ফুড বেকারিকে ৪০ হাজার টাকা, ক্যাফে আম্মাজানকে ৮ হাজার টাকা, স্বপ্ন নীল স্টোরকে ৪ হাজার টাকা ও খান মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm