স্কুলে যাওয়া হলো না, আর বাড়িও ফিরবে না শিশুটি

চকরিয়ায় অজ্ঞাত গাড়িচাপায় ইকবাল হাশেম রামিম (৯) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) সকাল পৌনে ৮টায় হারবাং ইনানী রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় চালক ও ঘাতক গাড়িটি আটক করা যায়নি।

নিহত ইকবাল হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নোনাছড়ি গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। সে ওই ইউনিয়নের কুসুমকলি শিক্ষা নিকেতনের চতুর্থ শ্রেণির ছাত্র।

আরও পড়ুন: স্কুলে যাওয়ার পথেই লাশ ছাত্রী, প্রতিবাদে ৩ ঘণ্টা রাস্তা অবরোধ

নিহতের বাবা ইব্রাহিম বলেন, আমার ছেলে সকালে বাড়ি থেকে বের হয়েছিল স্কুলে যাওয়ার জন্য। হঠাৎ খবর আসে সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

যোগাযোগ করা হলে চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কান্তি রুদ্র আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। এরপর দুর্ঘটনায় গুরুতর আহত শিশুকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm