স্কুলব্যাগে বালু, বড় ভাই খুন করল ছোট ভাইকে

মিরসরাইয়ে পরিবারের দুই শিশুকে নিয়ে ঝগড়ায় জড়ালেন বড়রা। এতে কথাকাটাটির এক পর্যায়ে বড় ভাই আলী হোসেনের হাতে খুন হয়েছেন ছোট ভাই শাহাদাত হোসেন (৪০)।

শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার ওচমানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মরগাং এলাকার ভোলা মেম্বারের পুরাতন বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ অভিযুক্ত বড় ভাই আলী হোসেন (৪৪) ও তাঁর স্ত্রী ছলিমা খাতুনকে (৪০) ওচমানপুর এলাকা থেকে আটক করে।

নিহত শাহাদাত ওই বাড়ির মৃত নুর আহমেদের ছেলে। তিনি এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। খুনের ঘটনায় আটক বড় ভাই আলী হোসেন লাইটার জাহাজের কর্মচারী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শাহাদাতের মেয়ে সাবিহা সাবরিন মিমির স্কুলব্যাগে বড় ভাই আলী হোসেনের ছেলে রনি বালু ঢুকিয়ে দেয়। এ নিয়ে দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরবর্তীতে এতে জড়িয়ে পড়েন শাহাদাত হোসেন ও আলী হোসেন। ঝগড়ার একপর্যায়ে দুই ভাই মারামারিতে জড়ান। এ সময় আলী হোসেন গলা টিপে ধরলে শাহাদাত হোসেন মাটিতে লুটে পড়েন। অজ্ঞান অবস্থায় অভিযুক্ত আলী হোসেন ও স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর বড় ভাই আলী হোসেন ছোট ভাইয়ের মৃতদেহ হাসপাতালে রেখে পালিয়ে যান।

এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা আক্তার আলোকিত চট্টগ্রামকে বলেন, পরিবারের লোকজন বেলা আড়াইটার দিকে শাহাদাত হোসেন নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের কাঁধে আঘাতের চিহ্ন ছিল। শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় অভিযান চালিয়ে দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত আলী হোসেন ও তাঁর স্ত্রী ছলিমা খাতুনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এএ/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm