রাউজানে তুহিন নাথ (১৪) নামে এক স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জুলাই) বিকাল ৪টায় উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সুরঙ্গা গ্রামের এ ঘটনা ঘটে। তুহিন ওই এলাকার সুজন বড়ুয়া ও বিনা নাথের ছেলে। সে সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্র।
পরিবারের লোকজন ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে দাবি করলেও তার মামা বলেছেন অন্য কথা।
তুহিন নাথের মামা মেঘনাথ নাথ বলেন, তুহিন আত্মহত্যা করেনি। হঠাৎ দুপুরে ঘরের মধ্যে ছটফট করতে করতে অজ্ঞান হয়ে পড়ে সে। তাকে প্রথমে রাউজান সুলতানপুর হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রাও জানান, আত্মহত্যার কোনো আলামত নেই। গলায় কোনো জখমের দাগও নেই।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, আমরা খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়েছিলাম। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করলে তারা মরদেহ বাড়িতে নিয়ে যায়। বাড়িতে পুলিশ পাঠিয়েছি, তারা আসলে বিস্তারিত জানাতে পারবো।
তুহিন নাথের মৃত্যুতে এলাকার লোকজনের মধ্যে নানা গুঞ্জন চলছে বলে জানান তিনি ।
শফিউল/ডিসি