ফেনসিডিল—স্কুফ সিরাপ নিয়ে ধরা ৩ যুবক

ফটিকছড়িতে ২৪৮ বোতল ফেনসিডিল ও ১৯৮ বোতল স্কুফ সিরাফসহ র‌্যাবের হাতে ধরা পড়েছে তিন যুবক।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পৃথক অভিযানে ভুজপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ফটিকছড়ি থানার মাইজভাণ্ডার পশ্চিমপাড়ার মৃত শামছুল আলমের ছেলে মো. মহসিন (৩৪), ভুজপুর থানার হলুদিয়া এলাকার দেলোয়ার হোসেন মজুমদারের ছেলে মো. মোক্তার হোসেন (৩৫) ও একই এলাকার মো. শরবত আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩৩)।

আরও পড়ুন: সাতসকালে মদ নিয়ে যুবক ধরা, ২ সঙ্গী হাওয়া

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, ফটিকছড়ির ভুজপুর এলাকায় মাদক ব্যবসায়ী অবস্থান করছে—এমন তথ্যে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে একই থানার অন্য একটি এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৯৮ বোতল স্কুফ সিরাফ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছিলেন। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এএইচ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!