‘উল্টো’ নয়, এবার ‘সোজা’ পথেই চট্টগ্রামে করোনা

চট্টগ্রামে করোনায় হঠাৎ উল্টে চিত্র দেখা গিয়েছিল। তবে একদিনের ব্যবধানে সোজা পথেই ফিরল চট্টগ্রামের করোনা। আগের দিন হঠাৎ নগরের চেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছিল উপজেলায়। তবে গত ২৪ ঘণ্টায় আগের ধারায় ফিরে গেছে চট্টগ্রামের করোনা। অর্থাৎ বরাবরের মতো উপজেলার চেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রামে।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ১০ জন। যার ৮ জন নগরের এবং বাকি ২ জন হাটহাজারী ও সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা। আগের দিন চট্টগ্রামে আক্রান্ত ছিলেন ১১ জন। সেদিন নগরে ৫ জন আক্রান্ত হলেও উপজেলায় আক্রান্ত হয়েছিলেন ৬ জন।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ৯৯ শতাংশ। এদিন করোনায় মারা যাননি কেউ।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় হঠাৎ ‘উল্টো’ চিত্র

প্রতিবেদনে দেখা যায়, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ মোট ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১ জন, বিআইটিআইডি ল্যাবে ২জন, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ল্যাবে ১ জন, এন্টিজেন টেস্টে ১ জন, আরটিআরএল ল্যাবে ৩ জন, ইপিক হেলথ কেয়ারে ১ জন ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১ জন আক্রান্ত হন।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৬৫ জন। এর মধ্যে নগরে ৯২ হাজার ৪৬ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫১৯ জন। এছাড়া মোট মারা যাওয়া ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন নগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!