চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে টিসিজেএ-কেএসআরএম সুবর্ণজয়ন্তী ফুটবল টুর্নামেন্ট চলছে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে।
মঙ্গলবার (৯ অক্টোবর) এ গ্রুপের খেলায় গাজী টিভি ১-০ গোলে বৈশাখী টিভিকে এবং বি গ্রুপের খেলায় সময় টিভি ১-০ গোলে চ্যানেল ২৪ টিভিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।
আরও পড়ুন: মেসি জাদুতে সেমিফাইনালে আর্জেন্টিনা
গাজী টিভির হয়ে সুবল বড়ুয়া পেনাল্টি থেকে এবং সময় টিভির হয়ে কমল দে জয়সূচক গোল করেন।
এদিকে পরাজিত হয়েও এ গ্রুপ থেকে বৈশাখী টিভি ও বি গ্রুপ থেকে চ্যানেল ২৪ সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
খেলায় গাজী টিভির অধিনায়ক দেবাশীষ বড়ুয়া দেবু ও সময় টিভির কমল দে সেরা খেলোয়াড় মনোনীত হন।
আরও পড়ুন: টিসিজেএ মিডিয়া কাপ—বৈশাখীর শুভসূচনা, পরের ম্যাচ গোলশূন্য
খেলা শেষে তাঁদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর গিয়াস উদ্দিন ও কাউন্সিলর আব্দুস সালাম মাসুম। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আলী আকবর, টিসিজেএ সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ বাবু ও সাইফুল্লাহ চৌধুরী।
আগামীকাল (১০ অক্টোবর) দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টায় চ্যানেল ২৪ ও গাজী টিভি এবং সাড়ে ৮টায় বৈশাখী টিভি ও সময় টিভির মুখোমুখি হবে।
আরবি