চট্টগ্রামে শুরু হলো সেবায়েতদের প্রশিক্ষণ

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত ধর্মীয় আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবায়েতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) চট্টগ্রাম জেলার সেবায়েতদের তিনদিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এতে বিভিন্ন মঠ-মন্দিরের ২৫ জন সেবায়েত অংশগ্রহণ করেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরের দেওয়ানজী পুকুর পাড়ের ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রকল্প পরিচালক প্রফেসর শিখা চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি উত্তম কুমার শর্মা।

আরও পড়ুন: ১৫ উপজেলার মঠ-মন্দিরের সেবায়েতদের ৯ দিনের প্রশিক্ষণ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট রুমা দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সৎসঙ্গ আশ্রম চট্টগ্রামের সাধারণ সম্পাদক চন্দনময় নন্দী, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মা ও সাংবাদিক রুমন ভট্টাচার্য।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জুনিয়র কনসালটেন্ট সুকুমার দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের সহ-প্রতিঋত্বিক ব্রজেন্দ্র লাল শীল প্রদীপ।

শুরুতে পবিত্র গীতা পাঠ করেন রাধাকান্ত দাশ। শেষে অংশগ্রহণকারীদের হাতে ব্যাগ ও গীতা তুলে দেন অতিথিরা।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm