অজানা দেশের নাবিকবিহীন জাহাজ এলো সেন্টমার্টিনে, সঙ্গে কোটি টাকার পণ্যও

টেকনাফের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে একটি বিশাল বিদেশি জাহাজ ভেসে এসেছে। জাহাজটি ছেঁড়া দ্বীপে আটকা পড়ে আছে।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে জাহাজটি ভেসে আসে। তবে জাহাজে কোনো লোকজন নেই।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘সিত্রাং’—সেন্টমার্টিনে ডুবল ১৫ ট্রলার, উড়ছে ঘরের চাল

স্থানীয়রা জানান, নাবিকবিহীন জাহাজটির উপরের অংশ খোলা। এতে অনেক কনটেইনার ও মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার মালামাল থাকতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।

যোগাযোগ করা হলে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি তীরে চলে এসেছে। তবে এটি কোন দেশের সেটা বুঝতে পারছি না। পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm