দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমাটিনে আবার দেখা মিলল জীবন্ত পাথরের। স্থানীয়দের কাছে যেটি পরিচিত ‘তাজ্জব পাথর’ হিসেবে। পাথরটি একটিবার দেখতে, একটু ছুঁয়ে দেখতে, বাড়ছে উৎসুক জনতার ভিড়।
সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমপাড়ার কয়েকজন বাসিন্দা জানান, প্রতিবছর ছেঁড়া দ্বীপের কাছাকাছি এলাকায় জীবন্ত পাথরের দেখা মিলে। পাথরটি প্রায়সময় কয়েক দিনের জন্য স্থান পরিবর্তন করে। ছেড়াদিয়া, মাঝরদিয়া, দক্ষিণপাড়াসহ বিভিন্ন স্থানে এ পাথরের দেখা মিলে কিছুদিনের জন্য। আবার হঠাৎ গায়েব হয়ে যায়।
১০ দিন আগে বড় বড় পাথরের ওপর দেখা যায় বিশালাকৃতির জীবন্ত পাথরটি। দেখে মনে হবে, কেউ যেন পাথরের ওপর এভাবে পাথরটি রেখেছে।
এদিকে পাথরটি দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন একনজর দেখার জন্য ভিড় জমাতে শুরু করে। অনেকদিন অপেক্ষার পর পাথরটি দেখা মিলেছে বলে জানান দ্বীপের বাসিন্দা।
সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা নুর মোহাম্মদ জানান, তাজ্জব এই পাথরটি আবার দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষরা একনজর দেখার জন্য ভিড় করছে। অনেকেই নৌকা ভাড়া করে আসছে পাথরটি একটিবার দেখতে। কেউ কেউ তাজ্জব পাথরটি ছুঁয়েও দেখছে।
আলোকিত চট্টগ্রাম
