স্বাধীনতাবিরোধীদের স্থাপনার নাম অপসারণের দাবি—জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময়ে সেক্টর কমান্ডারস ফোরাম

জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রাম জেলা ও মহানগর নেতারা।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে নগরের কোর্ট বিল্ডিংয়ের জেলা প্রশাসক কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে জেলা প্রশাসকের হাতে সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা ‘বঙ্গবন্ধু স্মারকগ্রন্থ’ তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক সেক্টর কমান্ডারস ফোরামের নেতাদের বিজয়ের সুবর্ণজয়ন্তীতে অভিনন্দন জানান এবং যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনে সংগঠনের ভূমিকার প্রশংসা করেন।

আরও পড়ুন: ৭ নভেম্বরের প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরার দাবি জানাল সেক্টর কমান্ডারস ফোরাম

মতবিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, চট্টগ্রাম জেলা সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, সহসভাপতি মুক্তিযোদ্ধা ফজল আহমদ, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা গৌরি শংকর চৌধুরী, মুক্তিযোদ্ধা খায়ের আহমেদ, অ্যাডভোকেট সাইফুন্নাহার খুশি, ডা. ফজলুল হক সিদ্দিকী ও এসএম রাফি।

মতবিনিময়ে সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা স্বাধীনতাবিরোধীদের নামে সব স্থাপনার নাম অপসারণ ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতিগুলো সংরক্ষণের জন্য জেলা প্রশাসককে আহ্বান জানান।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!