চট্টগ্রাম ছাড়ল যুক্তরাজ্যের সেই রাজকীয় যুদ্ধজাহাজ

শুভেচ্ছা সফরে আসা যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘এইচএমএস কেন্ট’ সোমবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম বন্দর জেটি ছেড়ে গেছে। চট্টগ্রাম ছাড়ার সময় এটিকে বিদায় জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস এম মঈন উদ্দীন।

আরও পড়ুন: ভারতের যুদ্ধজাহাজ চট্টগ্রামে, আনল অক্সিজেন প্লান্ট

এর আগে বাংলাদেশ সফরকালে জাহাজটির অধিনায়ক কমান্ডার এম জে (ম্যাট্) সাইক্স চট্টগ্রাম নৌ কমান্ডার, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাত করেন। এছাড়া সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমি, বানৌজা শহীদ মোয়াজ্জম, বানৌজা নির্ভীক, ওয়ার সিমেট্রি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত বিএন আশার আলো স্কুল এবং পুনর্বাসন কেন্দ্রসহ চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে পাঁচদিনের শুভেচ্ছা সফরে জাহাজটি গত ১৪ অক্টোবর বাংলাদেশ এসেছিল।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!