সেই ‘প্রতারক’ খোকনকে ৬ দিনের রিমান্ডে নেবে পুলিশ
সীতাকুণ্ডে সাংবাদিককে হত্যার হুমকিদাতা সেই ‘প্রতারক’ খোকন চন্দ্র নাথকে (৫০) দুই মামলায় ৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার (২৫ আগস্ট) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক খন্দকার ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডের ‘সেই প্রতারক’ খোকন গাইবান্ধায় গ্রেপ্তার
সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, বিজ্ঞ আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডে তার সঙ্গে প্রতারণায় আর কারা জড়িত তা বের হবে।
উল্লেখ্য, ১০ আগস্ট রাত পৌনে ১২টায় সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি সৌমিত্র চক্রবর্তীর হোয়াটসআপ নম্বরে ফোন করে হত্যার হুমকি দেন খোকন চন্দ্র নাথ। এরপর থানায় অভিযোগ দিলে ১৫ আগস্ট গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি দখলের চেষ্টাকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।