সেঁজুতিতে যাত্রীবেশে থাকা ৩ যুবকের কাছে ৪৬০০ ইয়াবা  

মিরসরাইয়ে তিন যুবককে ৪ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোর ৪টায় পৌর সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ন্যাশনাল ব্যাংকের সামনে ঢাকামুখী সেঁজুতি পরিবহনে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন- বান্দরবান জেলার লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চম্পাতলী এলাকার মো. ছাবেরের ছেলে মো. রহমান (২০), মো. খোরশেদ আলমের ছেলে মো. শাহ আলম (২৫) ও লামা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি পাড়া এলাকার রফিকুল ইসলাম রতনের ছেলে মো. ইউসুফ আলী (২৬)।

আরও পড়ুন: লুঙির ভেতর স্কচটেপে দিয়ে মোড়ানো ছিল ৩ হাজার ইয়াবা!

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন,  বুধবার রাতে পৌর সদরের মহাসড়কের ঢাকামুখী সেঁজুতি পরিবহনে অভিযান পরিচালনা করি। এসময় যাত্রীবেশে বসে থাকা তিন যুবককে সন্দেহ হলে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে ৪ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করি। এরপর তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আজ দুপুরে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানায়। তারা বান্দরবান সীমান্ত এলাকা থেকে ইয়াবাগুলো কিনে রাজধানীসহ বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রির জন্য নিয়ে আসছিল।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm