‘সৃজন’ করোনার টিকা নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করলেন আ জ ম নাছির

নগরের সাব-এরিয়া এলাকায় সৃজন সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে করোনা টিকার নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়েছে।

বুধবার (৪ আগস্ট) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সৃজন সাংস্কৃতিক পরিষদের প্রধান উপদেষ্টা আ জ ম নাছির উদ্দীন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কলামিস্ট লায়ন এ কে জাহেদ চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী।

সংগঠনের সভাপতি অভিষেক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রক্তিম দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক নুর উদ্দিন চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আন্না ভট্টাচার্য ও সমাজসেবক সমীরণ দত্ত।

উল্লেখ, সৃজন সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে নগরের ৮টি স্থানে ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!