সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে মাঘী পূর্ণিমা উৎসব ১২ ফেব্রুয়ারি শুরু

মহাযোগীরাজ শ্রীমৎ স্বামী গুরুদাস পরমহংস (ফকির) বাবাজীর ২১০তম আবির্ভাব ও ১২৮তম তিরোভাব তিথি উপলক্ষে মাঘী পূর্ণিমা উৎসব আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ফটিকছড়ির শ্রীশ্রী সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিভিন্ন মাঙ্গলিক ও ধর্মীয় কর্মসূচি নেওয়া হয়েছে।

আরও পড়ুন : প্রতিষ্ঠাবার্ষিকীতে সুয়াবিল দায়রা শরীফে নানা আয়োজন

কর্মসূচির মধ্যে রয়েছে-১২ ফেব্রুয়ারি ঊষা কীর্তন, মঙ্গলারতি, পূজা, সমবেত গীতা পাঠ, বিশ্বশান্তি যঞ্জ, ধর্মারসামৃত আলোচনা সভা, ধর্মীয় সংগীতাঞ্জলী ও অধিবাস কীর্তন।

১৩ ফেব্রুয়ারি অষ্টপ্রহরব্যাপী নাম সংকীর্তন। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী দেবানন্দ যতি মহারাজ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm