সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল চট্টগ্রামের জেলা জজ আজিজ, আসছেন রব্বানী

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন। একইপদে থাকা রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীকে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে।

সোমবার (১ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে উপসচিব (প্রশাসন-১) মো. ওসমান হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন : স্মার্ট পদ্ধতিতে মামলা মীমাংসা হবে আপসে : জেলা ও দায়রা জজ ড. আজিজ 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সুপ্রীম কোর্টের পরামর্শে জুডিশিয়াল সার্ভিসের দুই বিচারককে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো। সুপ্রীম কোর্টের নির্ধারিত তারিখে বর্তমান পদের দায়িত্বভার বুঝিয়ে দিয়ে বদলি করা কর্মস্থলে যুক্ত হওয়ার অনুরোধ করা হয়েছে।

জানা যায়, ২০২২ সালের ১৬ মার্চ দিনাজপুরের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞাকে চট্টগ্রামে বদলি করা হয়। এছাড়া একই বছরের ৪ অক্টোবর হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (সিনিয়র জেলা জজ) মো. গোলাম রব্বানীকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm