সুন্দর-শান্তিময় চট্টগ্রাম দেখতে চান সিএমপি কমিশনার হাসিব আজিজ

চট্টগ্রাম এডিটরস ক্লাবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

সুন্দর-সুশৃঙ্খল-শান্তিময় চট্টগ্রাম শহর দেখতে চান বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। একইসঙ্গে তিনি আইনশৃঙ্খলা উন্নতিতে সম্পাদকরাও ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেন।

চট্টগ্রাম এডিটরস ক্লাবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ মন্তব্য করেন সিএমপি কমিশনার। সিএমপি কার্যালয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এ সৌজন্য সাক্ষাৎ করা হয়।

আরও পড়ুন : সিএমপির নতুন কমিশনার হাসিব আজিজ

এদিকে সৌজন্য সাক্ষাতে সিএমপি কমিশনারকে সংগঠনের বিস্তারিত তথ্য তুলে ধরেন অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের নির্বাহী কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য ও চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান উপদেষ্টা মঈনুদ্দিন কাদেরী শওকত এবং চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতি আয়ান শর্মা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি এম আলী হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, জসিম উদ্দিন, চৌধুরী হাছান মাহমুদ আকবরী, আশিষ নন্দী ও হাবিবুর রহমান।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm