সুন্দরী নারীর ফাঁদ—ভিআইপি সিক্রেট গ্রুপ

পুলিশের জালে চক্রের ৫

টেলিগ্রামে ‘ভিআইপি সিক্রেট গ্রুপ’ নামে গ্রুপ খুলে পাতা হয়েছে সুন্দরী নারীর ফাঁদ। এই ফাঁদে পা দিলেই সর্বনাশ। পরিচয়ের সুবাদে কৌশলে ডেকে নেওয়া হয় বাসায়। সেখানে আটকে রেখে সঙ্গে থাকা মুঠোফোন ও নগদ টাকা হাতিয়ে নিয়ে দাবি করা হয় মোটা অঙ্কের চাঁদা। চাঁদা না দিলে দেওয়া হয় প্রাণনাশের হুমকিও। এরপর বিভিন্ন সময় গ্রুপের সদস্যরা ফোন করবে দাবি করা চাঁদা চেয়ে।

এবার সেই ভিআইপি সিক্রেট গ্রুপের ৫ সদস্য ধরা পড়েছে পুলিশের জালে। ভুক্তভোগী এক ব্যবসায়ীর অভিযোগে তাদের গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ। তাদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ।

বুধবার (১১ ডিসেম্বর) রাত ২টার দিকে পাঠানটুলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— তানজিল আক্তার (২৭), নাবিলা আক্তার হ্যাপি (২০), শামীমা আকতার (৩৬), মো. সাদেক হোসেন বাপ্পি (২২) ও মেহেদী হাসান প্রান্ত (১৫)।

আরও পড়ুন : প্রতারণার নয়া ফাঁদ—ক্লিক করলেই টাকা, পরে সর্বহারা

পুলিশ জানায়, গত ৬ নভেম্বর একজন চা-পাতা ব্যবসায়ীর সঙ্গে টেলিগ্রামে ভিআইপি সিক্রেট গ্রুপের সক্রিয় সদস্য নাবিলা আক্তার হ্যাপির পরিচয় হয়। পরিচয়ের সুবাদে তাঁকে গত ৯ ডিসেম্বর রাত ১০টার দিকে কৌশলে নিজের বাসায় ডেকে নিয়ে যায় হ্যাপী। এরপর সেখানে থাকা গ্রুপের বাকি সদস্যরা তাকে আটকে রেখে ১২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে হুমকি দেয় প্রাণে মেরে ফেলার। একপর্যায়ে ওই ব্যবসায়ীর কাছে থাকা মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকা নিয়ে দাবি করা টাকা এনে দিতে বলে ছেড়ে দেয়।

এরপর ১০ ডিসেম্বর থেকে বিভিন্ন সময় ভিআইপি সিক্রেট গ্রুপের সদস্যরা ভিকটিমের মোবাইলে ফোন করে দাবি করা ১২ লাখ টাকা দিতে বলেন। পরে ভুক্তভোগী নগরের বায়েজিদ থানা পুলিশকে বিষয়টি অবহিত করে এ ঘটনায় মামলা করেন। এরপর পুলিশ ১১ ডিসেম্বর রাত ২টার দিকে পাঠানটুলী এলাকা থেকে গ্রুপের ৫ সদস্যকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক আহাম্মদ আলোকিত চট্টগ্রামকে বলেন, ফাঁদে ফেলে কৌশলে বাসায় ডেকে নিয়ে আটক রেখে চাঁদাবাজিতে জড়িত টেলিগ্রামে ‘ভিআইপি সিক্রেট গ্রুপে’র সক্রিয় ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm