‘সুখবর’—চীনের উপহারের আরও ৬ লাখ ডোজ টিকা আসবে ১৩ জুন

চীনের উপহার হিসেবে দ্বিতীয় দফায় বাংলাদেশকে সিনোফার্মের আরও ৬ লাখ টিকা আগামী ১৩ জুন ঢাকায় পৌঁছাবে। এর আগে গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়।

শনিবার (৫ জুন) সকালে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশে আরও ৬ লাখ ডোজ টিকা দেয়ার প্রস্তুতি নিয়েছে চীন সরকার। বন্ধু দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে চীন। সে কারণে প্রথম দফায় ৫ লাখ ডোজ টিকা পর আরও ৬ লাখ টিকা উপহার হিসেবে দেওয়া হচ্ছে।

গত ২৭ মে মন্ত্রিসভা কমিটির বৈঠকে চীন থেকে সিনোফার্মের করোনা টিকার দেড় কোটি ডোজ কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

আলোকিত চট্টগ্রাম

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!