‘সুখবর’ চট্টগ্রামে এলো করোনার টিকার আড়াই লাখের বেশি ডোজ

চট্টগ্রামে এসে পৌঁছেছে আরও ২ লাখ ৬৬ হাজার ৪০০ ডোজ করোনার টিকা।

শুক্রবার (৬ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায় টিকা বহনকারী ফিজার ভ্যান। পরে সেগুলো ইপিআই কোল্ড রুমে সংরক্ষণের জন্য পাঠানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবারের চালানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম ও মডার্নার করোনার টিকা রয়েছে।

আরও পড়ুন: ‘নতুন সূচি’—চট্টগ্রামে ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা মিলবে যেদিন

এদিন ১ লাখ ৮ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা, ১ লাখ ২০ হাজার ডোজ সিনোফার্মের টিকা এবং ৩৮ হাজার ৪০০ ডোজ মর্ডানার টিকা এসেছে।

শনিবার (৭ আগস্ট) থেকে চট্টগ্রামে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হতে পারে। যারা এ টিকার দ্বিতীয় ডোজ পাননি, তাঁরা এবার পাবেন। একইদিন (শনিবার) চট্টগ্রামে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা দেওয়া হবে।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!