দেশে চীন থেকে সিনোফার্মের আরো অর্ধকোটি টিকা এসে পৌঁছেছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানায় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ।
শনিবার রাত ২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চীনের সিনোফার্মের এ অর্ধকোটি ডোজ টিকা দেশে এসেছে।
টিকা গ্রহণ করেন প্রধান স্বাস্থ্যবিষয়ক সমন্বয়ক ডা. আবু জাহের।
আরও পড়ুন : করোনা : ১০ লাখ ডোজ টিকার দুঃসংবাদের পর এলো ২০ লাখের ‘সুখবর’
চীন থেকে এখনো পর্যন্ত সিনোফার্মের ২ কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা এসেছে।
এর আগে বাংলাদেশকে ১২ মে প্রথম দফায় ৫ লাখ ডোজ এবং দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার দেয় চীন।
চীন থেকে প্রথম দফায় ৩ জুলাই কেনা ২০ লাখ টিকা এসেছে। দ্বিতীয় দফায় ১৭ জুলাই এসেছে আরও ২০ লাখ টিকা।
পরে ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ ডোজ টিকা। এর দশদিন পর ১০ আগস্ট প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় আসে ১৭ লাখ টিকা। পরের দিন দ্বিতীয় দফায় আসে আরো ১৭ লাখ ৭০ হাজার টিকা।
সরকার বিভিন্ন দেশ ও সংস্থা থেকে সিনোফার্ম ছাড়াও ফাইজার, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা এনেছে। যা করোনা রোধে দেওয়া হচ্ছে নাগরিকদের।