নামিদামি ব্রান্ডের মোড়ক ব্যবহার, ওজনে কম দেওয়া থেকে শুরু করে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি- সবই করছিল আনোয়ারা চাতরী চৌমুহনী বাজারের সুইট কিং, রুবি মিষ্টি মহল নামের দোকান দুটি। কিন্তু শেষ পর্যন্ত এ লোক ঠকানো কাজে হানা দিল ম্যাজিস্ট্রেট।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ দোকান দুটিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী। অভিযানে সুইট কিংকে ৩০ হাজার ও রুবি মিষ্টি মহলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন : নামিদামি ব্র্যান্ডের নামে নকল জর্দা, কারখানায় হানা দিলেন ম্যাজিস্ট্রেট
এছাড়া দক্ষিণ শোলকাটার ছানা প্রস্তুতকারী একটি কারখানায়ও অভিযান চালানো হয়। তাদের কারখানার ম্যানেজার সুকুমার দেবকে ১০ হাজারসহ ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, নামিদামি ব্রান্ডের মোড়ক ব্যবহার করে পণ্য বাজারজাত করছে এ প্রতিষ্ঠানগুলো। ক্রেতাদেরও ওজনে কম দিয়ে ঠকাচ্ছেন। তাছাড়া অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল মিষ্টি, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
অভিযানে বিএসটিআই পরিদর্শক মো. মুকুল মৃধা ও আনোয়ারা থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।