সী পাওয়ার জাহাজের ৩৭৮ কেজি ইলিশ গেল এতিমখানায়

কর্ণফুলী নদীতে সী পাওয়ার-১ নামের একটি ফিশিং জাহাজ থেকে ৩৭৮ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে এসব মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কর্ণফুলী উপজেলার বিএফডিসি জেটি সংলগ্ন ঘাটে চট্টগ্রাম মৎস্য অধিদপ্তর ও সদরঘাট নৌ পুলিশ এ যৌথ অভিযান চালায়।

আরও পড়ুন : সাগরে জাটকা ধরছিল ১৭ জেলে, ইলিশের স্বাদ পেল এতিমরা

এ বিষয়ে সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, জাটকা সংরক্ষণ আইন এবং নিষিদ্ধ জাল ব্যবহার রোধে সাগরে বিশেষ কম্বিং অপারেশন চালানো হয়। এসময় সী পাওয়ার-১ ফিশিং জাহাজে জাটকা ইলিশ পাওয়া যায়। তবে অভিযানে ৩৭৮ কেজি জাটকা জব্দ করা হলেও কাউকে আটক ও জরিমানা করা হয়নি। জব্দ করা মাছ ম্যাজিস্ট্রেটের নির্দেশে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযানে চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের ইন্সপেক্টর মো. জহির, ইন্সপেক্টর মো. জকির হোসেন এবং সদরঘাট নৌ পুলিশের এসআই সুমন উপস্থিত ছিলেন।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm