সারাদেশে সোমবার (২৮ জুন) থেকে ‘সীমিত পরিসরে’ লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে ‘সীমিত পরিসর’ বলা হলেও এদিন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে অনেককিছুই। এরমধ্যে মার্কেট, শপিংমল ও গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত বিশেষভাবে উল্লেখযোগ্য।
রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা যায়।
করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ২৮ জুন সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত কিছু ‘বিধিনিষেধ’ আরোপ করা হয়েছে।
বিধিনিষেধগুলো হলো:
১. সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।
২. সব শপিংমল, মার্কেট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।
৩. খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রি (শুধুমাত্র অনলাইন/টেকওয়ে) করতে পারবে।
৪. সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠানগুলোতে শুধু প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা/কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করতে হবে।
৫. জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার-প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এর আগে সরকার সোমবার থেকে শুরু হতে যাওয়া তিনদিনের সীমিত পরিসরের লকডাউন শেষে ১ জুলাই থেকে ‘সর্বাত্মক লকডাউন’ বাস্তবায়নের কথা জানিয়েছিল।
রোববার সচিবালয়ে এক অনুষ্ঠানে ‘সর্বাত্মক লকডাউনে’ পুলিশ-বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও মাঠে থাকবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর পর্যায়ক্রমে সাধারণ ছুটি, লকডাউন, বিধিনিষেধ আরোপের পর সর্বশেষ ১ জুলাই থেকে ‘সর্বাত্মক লকডাউন’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জেডএইচ