সীতাকুণ্ড প্রেস ক্লাবে ৩ গুণী সংবর্ধিত

দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে লেখার মাধ্যমে সীতাকুণ্ড পেস ক্লাবের সাংবাদিকবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে খবর সংগ্রহ করে তা জনগণের কাছে তুলে ধরছেন। জীবনের ঝুঁকি নিয়ে ও বিভিন্ন সমস্যা অতিক্রম করে গ্রাম থেকে গ্রামে সাংবাদিকদের খবরের সন্ধানে দৌড়াতে হয়।

গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে সীতাকুণ্ড প্রেস ক্লাব মিলনায়তনে এ আয়োজিত করা হয়।

সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় প্রেস ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় তিন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত অতিথিরা হলেন- প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত মো. শাহাদাত হোসেন, ভূমি সেবায় বিশেষ অবদান রাখায় সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম এবং চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে পুনরায় সদস্য নির্বাচিত হওয়ায় আ ম ম দিলশাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু ও এম সেকান্দর হোসাইন এবং প্রেস ক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাস্ট চেয়ারম্যান এম হেদায়েত উল্লাহ।।

Yakub Group

অনুষ্ঠানে গুণীজনদের ফুল দিয়ে বরণ করে নেন প্রেস ক্লাব সদস্য তালুকদার নির্দেশ বড়ুয়া ও কামরুল ইসলাম দুলু।

শেখ সালাউদ্দিন/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!