সীতাকুণ্ডে সচেতন নাগরিক সমাজের শুদ্ধাচার পুরস্কার ও সংবর্ধনা অনুষ্ঠান

সীতাকুণ্ড ইউএনও শাহাদাত হোসেন একজন মানবিক মানুষ হিসেবে কাজ করে চলেছেন। তিনি এ উপজেলায় যোগদান করার পর থেকে শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে নিরলসভাবে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন।

সীতাকুণ্ড সচেতন নাগরিক সমাজের আয়োজনে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২২ ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

বক্তারা বলেন, সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আশরাফুল আলমও মানবিক মানুষ হিসেবে কাজ করে চলেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আকবরশাহ্ পাহাড়তলী (আংশিক) ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দিদারুল আলম এমপি।

সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজীর আহম্মেদের সভাপতিত্বে ও উপজেলা স্কাউট কমিশনার জাহাঙ্গীর ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি ইউএনও মো. শাহাদাত হোসেন, সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, সীতাকুণ্ড মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম মোস্তফা আলম সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নূরুচ্ছোফা, ইউপি চেয়ারম্যান রেহান উদ্দীন রেহান, নাজিম উদ্দীন, শওকত আলী জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা মানিক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোস্তফা খাজা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, সমবায় কর্মকর্তা শহীদ ভুইয়া ও সীতাকুণ্ড শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ তপনানন্দ গিরি মহারাজ।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর, প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক দীপক কান্তি ভট্টাচার্য্য, সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের নির্বাহী পরিচালক গিয়াস উদ্দীন, পৌর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাবেক ছাত্রনেতা দুলাল দে ও উপজেলা ছাত্রলীগ সভাপতি শিহাব উদ্দীন।

শেখ সালাউদ্দিন/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm