রেডিও সাগর গিরি ও ইপসা সীতাকুণ্ডে বেশ কিছু উন্নয়নমূলক কাজ শুরু করেছে। তাদের কার্যক্রম দেখে আমি খুবই অভিভূত হলাম। সীতাকুণ্ডে যোগদান করার পর থেকে আমার একটি ইচ্ছে ছিল আমি তাদের কার্যক্রম সরেজমিন দেখব । তাই হঠাৎ করে চলে আসলাম রেডিও সাগর গিরিতে।
মঙ্গলবার (৩ আগস্ট) সীতাকুণ্ডে অবস্থিত একমাত্র কমিউনিটি রেডি সাগর গিরি এফ এম ৯৯.২ ও ইপসার মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে প্রতিষ্ঠানের উপদেষ্টা কমিটির সভাপতি ইউএনও মো. শাহাদাত হোসেন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কোভিড মহামারি সময়ে আমাদের ছাত্র-ছাত্রীরা পড়ালেখা থেকে দূরে সরে যাচ্ছে। তাই রেডিও সাগর গিরিকে অনুরোধ করবো যদি অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করতে পারেন তাহলে শিক্ষার্থীরা খুবই উপকৃত হবে এবং আমার দিক থেকে সবাত্মক সহযোতিতা থাকবে ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হাসান, রেডিও সাগর গিরি স্টেশন ইনচার্জ সঞ্জয় চৌধুরী ও ইপসার এরিয়া ম্যানেজার দিদারুল ইসলাম হিরু প্রমুখ।