সারাদেশে মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী মাসিক ভাতা ও তাঁদের সন্তানদের চাকরি কোটা ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, তাদেরকে ঘরও দিচ্ছেন। তবে বীর মুক্তিযোদ্ধারাতো আর সারাজীবন বেঁচে থাকবেন না। তাই উনাদের সম্মান জানানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।
বুধবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণকালে প্রধান অতিথি দিদারুল আলম এমপি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সন্তানদের মাঝে তুলে ধরতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেনের সভাপত্বিতে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, যোদ্ধাকালীন সন্দ্বীপ ও সীতাকুণ্ড থানা কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল আলমসহ সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
শেখ সালাউদ্দিন/এসআই
মন্তব্য নেওয়া বন্ধ।