সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে গুরুতর আহত হয়ে মো. রুবেল (৩৮) এক ব্যবসায়ী নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোববার (১৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মেসার্স এম এ শিপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী রুবেল একই এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।
আরও পড়ুন: সোডার আড়ালে বিষাক্ত ঘনচিনি আসছে চট্টগ্রাম বন্দর দিয়ে
এ বিষয়ে জানতে চাইলে ইয়ার্ড ম্যানেজার বাহাদুর খান বলেন, পুরাতন মালামাল দেখার সময় হঠাৎ করে জাহাজের পুরাতন ফায়ার বোতল থেকে গ্যাস নির্গত শুরু হয়। এসময় এক ব্যবসায়ী আহত হলে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
যোগাযোগ করা হলে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, একটি শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাস এক ব্যক্তি আহত হয়েছেন । তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ভালো আছেন।