সীতাকুণ্ডে জাহাজ কাটতে গিয়ে হঠাৎ আগুন, মুহূর্তেই মৃত্যু

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় জাহাজ কাটার সময় আগুনে দগ্ধ হয়ে মো. আশরাফ মোল্লা (৬৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলার বার আউলিয়া এলাকায় তাহের শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফ মোল্লা নড়াইলের লোহাগাড়া থানার কুমরডাঙ্গা এলাকার মৃত ওসমান আলীর ছেলে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে সাগরে ভাসছিল যুবকের লাশ, হাত-পা বাঁধা

জানা গেছে, সাবেক মেয়র এম মনজুর আলম ও তার ভাতিজা সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলমের পারিবারিক মালিকানায় পরিচালিত হয় তাহের শিপইয়ার্ড।

স্থানীয় সূত্র জানায়, শিপইয়ার্ডে গ্যাস ব্যবহার করে জাহাজ কাটার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

যোগাযোগ করা হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ সকালে সীতাকুণ্ডে আগুনে দগ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আগুনে নিহতের শরীরের শতভাগ পুড়ে গেছে।

আরএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm