সীতাকুণ্ডের ‘সেই প্রতারক’ খোকন গাইবান্ধায় গ্রেপ্তার

হুমকিদাতা ও প্রতারক খোকন চন্দ্র নাথকে (৫০) অবশেষে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ আগস্ট) বিকালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে তিনি সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী ও দুই ইউপি চেয়ারম্যানকে ফোনে হত্যার হুমকি দিয়েছিলেন।

গ্রেপ্তার খোকন চন্দ্রনাথ উপজেলার কুমিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মছজিদ্দা গ্রামের সতীশ মহাজন বাড়ির মৃত পরিমল চন্দ্রনাথের ছেলে। আজ (সোমবার) তাকে আদালতে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুরে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকায় একটি জমি দখল করতে যায় খোকন চন্দ্রনাথ । সেখানে এলাকাবাসী তাকে ঘিরে গনপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতিকে হত্যার হুমকি, থানায় গেল অভিযোগ

তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও জিডি রয়েছে বলে জানান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

প্রসঙ্গত, গত ১০ আগস্ট মঙ্গলবার রাত ১২টার দিকে প্রতারক খোকন ফোনে সাংবাদিক সৌমিত্র চক্রবর্তীকে হুমকি দিয়ে টাকা দাবি করেন। এ ঘটনায় বুধবার বিকালে সীতাকুণ্ড থানায় একটি মামলা করা হয়।

পরে ইউপি চেয়ারম্যান মোর্শেদুল আলম চৌধুরী ও বাঁশবাড়িয়ার ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী বিভিন্ন তথ্য সাংবাদিকদের জানালে এই দুই চেয়ারম্যানকেও গুলি করে হত্যার করার হুমকি দেন খোকন।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!